বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ রাখলো শাবি শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৫, ১২:২৪
আপডেট  : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৫৪
বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ রাখলো শাবি শিক্ষার্থীরা
ছবি: যায়যায়দিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রদের দ্বিতীয় আবাসিক হল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের’ নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ ঘোষণা করেছেন ঐ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ হল থেকে একটি মিছিল নিয়ে দ্বিতীয় ছাত্রহলের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে ছাত্রলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে শিক্ষার্থীরা হলের সম্মুখভাগে ‘বিজয় ২৪ হল’ সম্বলিত একটি ব্যানার ঝুলিয়ে দেন এবং নতুন নামকরণ নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে হলের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ করার প্রস্তাব করে। সেখানে অধিকাংশ শিক্ষার্থী থেকে পাওয়া মতামতের ভিত্তিতে আজ এই হলকে ‘বিজয় ২৪ হল’ ঘোষণা করছি। বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে এখন থেকে এই হলের নাম ‘বিজয় ২৪ হল’ রাখছি।’

এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি সন্ধ্যায় হল থেকে চলে আসছি, এ বিষয়ে অবগত নই। আমি অফিসিয়াল সিদ্ধান্তের বাইর যেতে পারি না, হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে আসতে পারে। সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত হলের নাম পরিবর্তন নিয়ে আমার সিদ্ধান্তের আইনগত বৈধতা নেই। শিক্ষার্থীদের যদি এ বিষয়ে অভিমত থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবে।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে