বেরোবিতে এক্টিভেশন প্রোগ্রাম ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক কর্মশালা
প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ‘এক্টিভেশন প্রোগ্রাম ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক পরিচালিত এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের অধীনে বেরোবি সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি) এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এসময় তিনি বলেন, বর্তমান যুগ ডিজিটাল প্রযুক্তির যুগ। মানুষের দৈনন্দিন জীবনে প্রযুক্তি নিত্য প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেরোবি উপাচার্য বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষতা উন্নয়নের বিষয়গুলি এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিখতে পারবে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ডিজিটাল স্কিলস বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি) পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুল রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, ইডিজিই প্রজেক্ট ম্যানেজার ড. মোঃ মাজহারুল হক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রংপুর এর রিজিওনাল ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম এবং ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট হিসেবে নার্ড ক্যাসেল লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও জহিরুল আলম তাইমুন বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মশালায় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
যাযাদি/ এআর