বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার

জাবি প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৭
ছবি : যায়যায়দিন

'উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি'-এ স্লোগানকে সামনে রেখে সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ১৪ তম প্রজাপতি মেলা- ২০২৪।

বুধবার বেলা সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে এ মেলা।

এবারের মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন 'প্লানটেশন ফর নেচার' এর প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হবে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির আহমেদকে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড ২০২৪ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

দিনব্যাপী মেলায় থাকবে প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু- কিশোরদের জন্য), প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতাসহ নানা আয়োজন। তাছাড়া মিলনায়তনের সামনের চত্বরে পাপেট শো সহ শিশুদের জন্য নানা আয়োজন থাকবে।

উল্লেখ্য, এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে 'কিউট'। সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ও অরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে