জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক জোটের আয়োজনে হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ ছাত্রসংগঠনের নেতার উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার বিজ্ঞান অনুষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির আয়োজক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর।
সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাস্টিস ফর জুলাইয়ের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মীর ছিবগাতুল্লাহ তকি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বাশার আজিজীসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
যাযাদি/ এস