ঢাবিতে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে পথনাটক “পিঁপড়া উপাখ্যান” পরিবেশিত

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬

ঢাবি প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১ ডিসেম্বর রোববার পায়রা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের কর্মীদের আয়োজনে জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে পথনাটক “পিঁপড়া উপাখ্যান” পরিবেশিত হয়।


নাটকটি নির্দেশনা দিয়েছেন নাজমুল হোসেন এবং সহকারী নির্দেশনায় সুপ্রিয় ঘোষ। এতে অভিনয় করেছে জিনিয়া জাফরিন খান জুই , ইরাতফা বিনতে রেদওয়ান, জোনায়েদুল ইসলাম সৌরভ, লাক মাহমুদ জাকারিয়া, আশফাকুল ইসলাম, অর্ণব সোম এবং সাধারণ সম্পাদক শাফিন উজ্জামান। 


“পিঁপড়া উপাখ্যান"নাটকে ফ্যাসিবাদের দুঃশাসন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব ও বর্তমান পরিস্থিতি পিঁপড়া'র আদলে দেখানো হয়। 


নাটক সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি প্রজ্ঞা চন্দ জনান, “নাট্য সংসদ বরাবরই নাটকের ভাষায় কথা বলে, এবারো তার ব্যতিক্রম হয়নি। নাট্য সংসদ তার ৮ম বছরে পদার্পণ স্মরণীয় করে রাখতেই আমাদের “পিঁপড়া উপাখ্যান"। 

যাযাদি/ এস