মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে "লাইফ সায়েন্সের অগ্রগতি" শীর্ষক দুইদিনব্যাপী ৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স আগামী ১১ ও ১২ জানুয়ারি '২০২৫ তারিখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
সোমবার (২ ডিসেম্বর) এ উপলক্ষ্যে কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার হলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ভাইস-চ্যান্সেলর বলেন, এ আয়োজনে যারা দায়িত্ব পালন করবেন তারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে সুশৃঙ্খলভাবে সম্মেলন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ ও সম্মেলন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিভিন্ন কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিতব্য কনফারেন্সে দেশী বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের গবেষকগণ অংশগ্রহণ করবেন এবং উপরোক্ত বিষয়ে তাঁদের গবেষণালব্ধ পেপার উপস্থাপন করবেন।
যাযাদি/এআর