সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের তিনজন ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার।
এ সময় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন।
সংবর্ধিত ‘কীর্তিমান কিশোরী ফুটবলাররা হলেন, স্বর্ন কন্যা রাঙামাটির ঋতুপর্ণা চাকমা,রুপনা চাকমা,খাগড়াছড়ির মনিকা চাকমা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠে ছিল পাহাড়ি কন্যাদের জয়গান। তাঁরা বলেছেন, সাফল্যের এই যাত্রা সবে শুরু হলো; সেটি যেন থেমে না যায়। তাঁদের হাত ধরে একদিন এশিয়া ও বিশ্বজয় করবে বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে উপ- উপাচার্য কামাল উদ্দিন বলেন,এখানে থেমে থাকলে হবে না। কঠোর পরিশ্রমের এই ধারা অব্যাহত রাখতে হবে। এই মেয়েদের হাত ধরে নারী ফুটবল এগিয়ে যাবে।
এ সময় আগামী দিনেও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ভক্তদের উদ্দেশে ফুটবলার ঋতুপর্ণা চাকমা বলেন, ‘আমরা গর্বিত। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আজ খুশির দিন। সংবর্ধনা দেওয়ার জন্য ধন্যবাদ। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা পাশে ছিলেন; ভবিষ্যতেও পাশে থাকবেন। আপনাদের সীমাহীন সমর্থন আগামী দিনেও আমাদের মনোবল দৃঢ় করবে।
মাস্টার্সের শিক্ষার্থী ধন কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশফাক হোসাইন এবং চবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের সভাপতি ধনু কিশর ত্রিপুরা বলেন, সাফ জয় করে পাহাড়ী মেয়েরা জাতির জন্য অনন্য সম্মান বয়ে এনেছেন। এ জন্য তাঁদের জন্য আমাদের এই সংবর্ধনা আয়োজন।
যাযাদি/ এআর