শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ইসকন নিষিদ্ধের দাবিতে বশেমুরকৃবি'র শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৫২
ইসকন নিষিদ্ধের দাবিতে বশেমুরকৃবি'র শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি : যায়যায়দিন

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)-এর শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা প্রদিক্ষণ শেষে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ৫ম ব্যাচের মোঃ মীর হাবিব বিন খালেক, কৃষি সম্প্রসারণ অনুষদের স্নাতকোত্তর শ্রেণীর খন্দকার ফজলে রাব্বি প্রমুখ।

বিক্ষোভ মিছিলে অংশ নেয়া ফিশারিজ অনুষদের ৫ম ব্যাচ মোঃ শাকিল মৃধা জানান, চট্টগ্রাম জজ আদালতে সন্ত্রাসী গোষ্ঠী ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বশেমুরকৃবি'র সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন ও বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি জানান।

সভায় বক্তারা বলেন, ইসকন হলো সন্ত্রাসী গোষ্ঠীর নাম। শিক্ষার্থীরা দেশেল্পধল শশীইসকনের নিষিদ্ধের দাবি জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে