শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন 

চবি প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৪, ১৩:৫৮
আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন 
ছবি: যায়যায়দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আগ্রাসন বিরোধী ছাত্র ঐক্য।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 'ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও', 'উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবেনা', ‘ইসকন সনাতন এক নয় এক নয়', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ', হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই', সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবেনা।'

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোজাম্মেল হক বলেন, ' আমরা হত্যার বিনিময়ে হত্যা করব না। আমরা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিব না। এই দেশে সংখ্যালঘুরা সুযোগ সুবিধা পেয়ে তারা শিক্ষা, সহিত্য সংস্কৃতিতে এগিয়ে গিয়েছে। এদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্তে¡ও ইসলামপন্থী হওয়ার কারণে অনেক পিছিয়ে রয়েছে। আমাদের জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। তাহলেই শহীদদের আত্মত্যাগ সফল হবে। '

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব বলেন, ' সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইস্কনের জঙ্গিরা। তিনি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলেন এবং ইস্কনের বিরুদ্ধে লেখালেখি করতেন। যেকারণে তাকে খুন হতে হয়েছে। এই হত্যায় জড়িত ইসকনের সন্ত্রাসীদের বিচার চাই।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে