বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

ইসকন নিষিদ্ধের দাবিতে শাবিতে বিক্ষোভ

শাবি প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ০৯:১৩
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত থাকার অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০ টায় এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের দাবিও জানান বিক্ষোভকারীরা ।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে ইসকনের নানা দেশবিরোধী কর্মকান্ড তুলে ধরেন বক্তারা। এসময় ইসকনকে আজীবনের জন্য নিষিদ্ধের দাবি জানান বক্তারা। যদি নিষিদ্ধ না করা হয় তাহলে এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এসময় বক্তব্য দেন শাবিপ্রবি শিক্ষার্থী দেলওয়ার হোসেন শিশির, আজাদ শিকদার, দিলওয়ার হোসাইন, পলাশ বখতিয়ার, জুবায়ের রায়হান ও জহিরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে