বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন কাল
প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১৭:০৫
আগামীকাল ২৭ নভেম্বর বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সম্প্রতি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য এবং ভিত্তিহীন অভিযোগ প্রকাশিত হচ্ছে। উল্লেখ্য, সংঘর্ষে আমাদের অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে একজন শিক্ষার্থীর চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুটেক্স শিক্ষার্থীরা সবসময় শৃঙ্খলা বজায় রেখে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু সাম্প্রতিক এই ঘটনায় বুটেক্স শিক্ষার্থীদের একতরফাভাবে দায়ী করে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।
এ প্রেক্ষিতে, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামী ২৭ নভেম্বর (বুধবার), ২০২৪ তারিখে সকাল ১১টা থেকে বুটেক্স ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিংয়ে একটি প্রেস কনফারেন্স আয়োজন করবে। উক্ত কনফারেন্সে সত্য ঘটনা তুলে ধরার পাশাপাশি ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যাখ্যা করা হবে।
টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের প্রতিনিধিদের উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত থেকে সত্য প্রকাশে সহায়তা করার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।
যাযাদি/এসএস