ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে চিত্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তুলে ধরছে প্রায় ১৬ বছর ধরে ছাত্রলীগের গুম-খুন এবং আওয়ামী আমলের হত্যাকাণ্ডের চিত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের নির্মাণাধীন নতুন ভবনের পেছনের দেয়ালে কাঁটাবন রোডের ফুটপাতের পাশে এসব দেয়াল চিত্রকর্ম দেখতে পাওয়া যায়। কাঁটাবন শাখা পাঠক সমাবেশ থেকে শুরু করে বঙ্গবন্ধু হলের নতুন ভবনের পেছনের সীমানা দেওয়ালের পুরোটাজুড়েই শিবিরের লোগো সংযুক্ত দেয়াল চিত্র রয়েছে।
এতে শিবিরের নিজস্ব চিন্তাধারা এবং জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে। এটি গুম-খুনের দলিল হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জুলাই বিপ্লবের একাধিক শহীদের চিত্র এসেছে সেখানে। কোনো কোনো ক্ষেত্রে তাদের ফেসবুক স্ট্যাটাস এবং জুলাই বিপ্লবের সময়কার হৃদয়বিদারক দৃশ্যগুলো স্থান পেয়েছে দেয়ালে। চিত্র আঁকার ক্ষেত্রে চোখ নাক ঠোঁট আঁকা হয়নি, কেবল মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। স্থান পেয়েছে ১৯৬৯ সালে টিএসসিতে সংঘটিত আব্দুল মালেক হত্যাকাণ্ডের বিষয়টিও।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেন, ক্যাম্পাসে গত ১৬ বছরে যতগুলো নারকীয় হত্যাকাণ্ড এবং ছাত্র নির্যাতন হয়েছে, সব কটি ফুটিয়ে তোলার জন্য আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি।
যাযাদি/ এম