মাভাবিপ্রবিতে EDGE প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ 

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১৫:০৩

মাভাবিপ্রবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনঞ্জিয়ারিং (সিএসই) বিভাগের তত্বাবধানে Enhancing Digital Government and Economy (EDGE) প্রকল্পের অধীনে পরিচালিত প্রশিক্ষণ প্রোগ্রামের শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দুইদিন ব্যাপী (২৫ ও ২৬ ) নভেম্বর সন্ধ্যায় স্থানীয় ভিক্টোরিয়া ফুড জোন রেস্টুরেন্টে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন । উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএসই বিভাগের অধ্যাপক ও আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান, অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল নাসির। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন এবং সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী হাসান তালুকদার ।  

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করেই সবকিছু শেখা ও জানা যায় না। কার্যকর কিছু করার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ শেষে প্রাপ্ত এই সনদ ভবিষ্যৎ জীবনে ক্যারিয়ার গঠনে সহায়তা করবে।  

উল্লেখ, দেশের আইটি ও কম্পিউটার প্রোগ্রামিং সেক্টরে দক্ষ নাগরিক গড়ে তুলতে প্রকল্পের আওতায় এ বিভাগের তত্বাবধানে প্রশিক্ষণ দেয়া হয় । ইতোমধ্যে ২৪ টি ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হওয়ায় ৫৭৭ জনকে সনদ প্রদান করা হয়।  

 প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকারি কলেজের অনার্স ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

যাযাদি/ এসএম