সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গুচ্ছ থেকে শাবির অর্ন্তভুক্তি বাতিলের দাবিতে আল্টিমেটাম

শাবি প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২৪, ১৭:৪১
ছবি : যায়যায়দিন

গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে অর্ন্তভুক্তি বাতিলের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধনে বক্তারা এ দাবি পেশ করেন।

বক্তারা বলেন, গুচ্ছ একটি দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। এর মাধ্যমে শিক্ষার্থীরা সুফলের বদলে ভোগান্তি পোহাতে হচ্ছে। শাবির গুণগত মান কমে যাচ্ছে এর ফলে। এসময় শিক্ষার্থীরা শাবিকে গুচ্ছ থেকে বের হওয়ার জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচীর হুশিয়ারী দিয়েছেন বক্তারা। পাশাপাশি বিভাগীয় শহরে যেন ভর্তি পরীক্ষা আয়োজন করা হয় সে দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

মানবন্ধনে বক্তব্য প্রদান করেন শাবি শিক্ষার্থী আসাদুল্লা আল গালিব, দেলোয়ার হোসেন শিশির, মো দেলোয়ার হোসেন, মো হাফিজুল ইসলাম, রিমকাতুল অথৈ ও অন্যান্য।

পরবর্তীতে মানবনন্ধন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় যা চেতনা ৭১ প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে সমাপ্ত হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে