সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বিনা উদ্ভাবিত সরিষা জাত নিয়ে কৃষকদের প্রশিক্ষণ

বাকৃবি প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২৪, ১৬:৩৮
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত সম্প্রসারণযোগ্য সরিষার জাতসমূহের চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল' শীর্ষক কৃষক ও কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে ওই কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত বিনা মিলনায়তন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া অঞ্চলের অর্ধ শতাধিক কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিনার প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের পরিচালক ড. শরিফুল হক ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার গবেষণা বিভাগের পরিচালক ড. মো ইকরাম উল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার বোর্ড অফ ম্যানেজমেন্টের সদস্য মো. শরিফুল আলম সোহেল, বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোছা. নাছরিন আক্তার বানু। এছাড়াও অনুষ্ঠানে কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন বিনার ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পিএসও এবং প্রধান ড. শামীমা বেগম।

অনুষ্ঠানে অতিথিরা সরিষার জাতসমূহের বিশেষ বৈশিষ্ট্য, চাষোপোযোগী অঞ্চল ও জমি নির্বাচন, জমি তৈরি, বীজ বপনকাল, বপন পদ্ধতি ও বীজ হার, সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি, আন্ত:পরিচর্যা ও সেচ, রোগ দমন, পোকা দমন, ফসল কর্তন, বীজ শুকানো ও সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। অতিথিরা আরও জানান বিনা উদ্ভাবিত জাতগুলোর মধ্যে বিনাসরিষা-৭ জাতটি প্রতি হেক্টরে ২.৮ টন সর্বোচ্চ ফলন এবং স্বল্প জীবনকালে বিনাসরিষা-১১ জাতটি বীজ থেকে সর্বোচ্চ তেলের পরিমাণ নিশ্চিত করছে।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ইকরাম উল হক বলেন, চর ঈশ্বরদিয়া অঞ্চলের মানুষদের নিয়েই আজকের এই আয়োজন। এই অঞ্চলের মানুষ বিনাধান চাষ করে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। তাই, বিনা সরিষা জাত উৎপাদনের ক্ষেত্রে এই অঞ্চলের মানুষকে যেনো ভুক্তভোগী না হতে হয়, তাই আজকের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে আপনারা বীজ সংরক্ষণ বিষয়েও জানতে পারবেন। আপনারা সরিষার বীজ ভালোভাবে সংরক্ষণ করলে তা পরবর্তীতে বেশি দামে বিক্রি করতে পারবেন, লাভবান হবেন। পাশাপাশি সকলকে অনুরোধ করছি, ফসল উৎপাদনের পূর্বে ও আবাদের সময় সকল কৃষকই যেনো যেকোনো বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহিত য়োগাযোগ রক্ষা করে। তাহলে সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা ও পরিচর্যার মাধ্যমে সরিষার কাঙ্খিত ফলন পাবেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে