যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব তৈরি করে সে শিক্ষার প্রয়োজন নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ২২:৩০

গাজীপুর প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “সময় এসেছে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব তৈরি করে, যে শিক্ষা গ্রহণের পর দেশের সন্তানেরা বাইরে গিয়ে ন্যূনতম আয় করে, সে শিক্ষার প্রয়োজন নেই। শিক্ষা হবে সময়োপযোগী, আধুনিক। “জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন কারিকুলাম তৈরি করেছে। আর সেই কারিকুলামের আলোকে পরিবর্তন আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে।”

রোববার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের নবীনবরণ ২০২৪—২৫ এর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার ও কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজের গভর্নিং বডির সভাপতি ড. খন্দকার মারুফ হোসেন। নবীনবরণ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ মোঃ  আবদুর রহমান।    

উপাচার্য আরো বলেন, “মূল শিক্ষাক্রমের পাশাপাশি শিক্ষার্থীরা এখন থেকে বাধ্যতামূলকভাবে অধ্যয়ন করবে তাদের পছন্দের কারিগরি বা অন্য কোন বিকল্প শিক্ষা। এতে করে শিক্ষা লাভের পর দেশে—বিদেশে সে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে। নির্ভরতা কমবে চাকুরির উপর। শহিদের রক্ত বৃথা যাবে না। তাদের রক্তের উপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের।”

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

যাযাদি/ এস