শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিপ্রবিতে ক্যাম্পাস পরিস্কার

প্রকাশ | ২২ নভেম্বর ২০২৪, ২১:৪০

পবিপ্রবি প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্র বিষয়ক উপদেষ্টার  কার্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস ক্লিনিং কার্যক্রম পরিচালিত হয়েছে। 

শুক্রবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে, মুক্ত বাংলা, ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে, ব্যবসায় প্রশাসন অনুষদ সহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে এই ক্লিনিং কার্যক্রম পরিচালিত হয়েছে। 

ক্যাম্পাস ক্লিনিং কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে ক্যাম্পাস ক্লিনিং কার্যক্রমে অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান বলেন, বর্তমান উপাচার্য মহোদয় আমাদের বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় নিয়ে পবিপ্রবি ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয় এই ক্লিন ক্যাম্পাস কর্মসূচি হাতে নিয়েছি।’ এর মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরির পাশাপাশি ' আসুন আমাদের ক্যাম্পাস আমরা পরিষ্কার করি' এই বার্তাটা সবাইকে দিতে চাই।

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, পরিস্কার পরিছন্নতা ঈমানের অঙ্গ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে আরো সচেতন ভূমিকা রাখতে হবে। 

তিনি আরও বলেন, ক্যাম্পাস যাতে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সেজন্য শিক্ষক - শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই ক্যাম্পাসে ময়লা পরিস্কার করবে। আর সুন্দর পরিবেশ হলেই লেখাপড়ায় মন বসবে। এ বিষয়ে সকলকে সচেতন ও দায়িত্বশীল করার উদ্দেশ্যেই শিক্ষক শিক্ষার্থী কর্মচারী সহ সকলের অংশগ্রহণের মাধ্যমে এ র‌্যালিটি অনুষ্ঠিত হয়। সবাই মিলে প্রচেষ্টা চালালে পবিপ্রবি ক্যাম্পাস সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।

যাযাদি/এআর