শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

এস্পেয়ার বাংলাদেশের নেতৃত্বে জাফির-রাহাত

হাবিপ্রবি প্রতিনিধি
  ২২ নভেম্বর ২০২৪, ১৪:৩৫
ফাইল ছবি

এস্পেয়ার বাংলাদেশ ২০২৪-২৫ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাফির রাইয়ান ।সাধারণ সম্পাদক হয়েছেন রাহাত হোসেন।

বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) এস্পেয়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাদমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রতিক্রিয়ায় এস্পেয়ার বাংলাদেশের নতুন সভাপতি জাফির রাইয়ান বলেন, ‘বলতে গেলে এই সংগঠনের শুরু থেকেই ছিলাম আমি। সংগঠনের বিভিন্ন কার্যক্রম যেমন ইফতার বিতরণ, এতিম বাচ্চাদের ঈদের জামা দেওয়া, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের ত্রাণ প্রদান সহ বিভিন্ন রকম ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথেও সরাসরি যুক্ত ছিলাম। এখন এই সংগঠনের গুরু দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাদমান ভাই এবং সহ-প্রতিষ্ঠাতা সাইফুল ভাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যেন সফল ভাবে আমার দায়িত্ব পালন করতে পারি। সকলে দোয়া রাখবেন।’

সাধারণ সম্পাদক রাহাত হোসেন বলেন, ‘অতীতেও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে নানা সামাজিক কর্মকান্ডসহ আত্ম উন্নয়নমূলক কর্মকান্ডে তাদের সম্পৃক্ততা বিদ্যমান ছিলো। সেই ধারাবাহিকতায় নতুন কমিটির চেষ্টা থাকবে সেই পথচলাকে আরও বেগবান করা।

সবার সহযোগিতায় এই কমিটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশা প্রকাশ করছি।’

বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি হাবিবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক রিমন চৌধূরী , অর্থ সম্পাদক জাফরিন জান্নাত , সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান এবং সিয়াম সারোয়ার , প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশাত তাসনিয়া , মানবসম্পদ সম্পাদক রাজিকুল ইসলাম এবং শিহাবুল ইসলাম।

উল্লেখ্য, এস্পেয়ার বাংলাদেশ খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা এবং বাংলাদেশের সামাজিক সমস্যার টেকসই সমাধান প্রচারে নিবেদিত। 2020 সালে প্রতিষ্ঠিত, সংস্থাটির লক্ষ্য - উদ্ভাবনী, পরিবেশ বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির মাধ্যমে সম্প্রদায়ের ক্ষমতায়ন করা।

এস্পেয়ার বাংলাদেশের মতে, টেকসই অনুশীলন দীর্ঘমেয়াদী পরিবেশগত এবং সামাজিক সুস্থতার গ্যারান্টি দেবে, স্থিতিস্থাপকতা বৃদ্ধি করবে এবং সমাজে জীবনযাত্রার মান উন্নত করবে। কমিউনিটি বেস প্রকল্প এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে, বাংলাদেশের নাগরিক এবং ভবিষ্যত প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী উপকারী পরিবর্তন আনতে কাজ করছে ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে