জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের মাসব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ২২:৪৭

জাবি প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জাবি শাখা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৮ টা হতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মুরাদ চত্বর, টারজান সহ বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কর্মসূচির প্রথমদিনে কম্বল বিতরণ করেন তারা।

একমাস ব্যাপী জাবি ক্যাম্পাসে শীতার্তদের মাঝে মোট দুইশত কম্বল বিতরণের কর্মসূচি কথা জানান শিবিরের জাবি শাখার সভাপতি হারুনুর রশিদ রাফি।

তিনি বলেন,  ঢাকার অন্যান্য অঞ্চলের তুলনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অঞ্চল তুলনামূলকভাবে বেশি শীত প্রবণ। এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী এই ঠান্ডা মোকাবিলায় আর্থিকভাবে কম সামর্থ্যবান। জাবি ছাত্রশিবির সে কথা মাথায় রেখে শীতের শুরুতেই তাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছে। ভবিষ্যতে তাদের যেকোনো সাহায্যেও ছাত্রশিবির এগিয়ে আসবে। আমরা চাই অন্যান্য রাজনৈতিক -সামাজিক সংগঠনগুলোও এমন কাজে এগিয়ে আসুক।

প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি বলেন, শীতার্তদের সাহায্যে আমাদের এ কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে। একমাস ব্যাপী ধাপেধাপে আমাদের এ কর্মসূচিতে কম্বল, হুডিসহ শীতবস্ত্র বিতরণ করা হবে। ভবিষ্যতেও ছাত্রশিবিরের এ ধরনের কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন, ডাইনিং এর কর্মচারী এবং নিরাপত্তা কর্মকর্তা সহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

যাযাদি/এস