শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

পবিপ্রবিতে কোর্স ফর রোভার মেট'২৪ এর উদ্বোধন

পবিপ্রবি প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৪, ২১:৩০
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ও পটুয়াখালী জেলা রোভার এর উদ্যোগে ৪ দিন ব্যাপী কোর্স ফর রোভার মেট'২৪ এর শুভ উদ্বোধন হয়েছে।

২১ নভেম্বর(বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা রোভারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। আরও উপস্থিত ছিলেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

কোর্স ফর রোভার মেট'২৪ ৪ দিন ব্যাপী একটি কোর্স। বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী জেলা রোভার এর উদ্যোগে এই কোর্সের আয়োজন করা হয়। এই কোর্সে কোর্স লিডার হিসেবে থাকবেন বরিশাল বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি, এলটি, প্রফেসর আবুল কালাম আজাদ। মূলত রোভারদের বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে এই কোর্স পরিচালনা করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে