বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম ব্যুরো
  ২১ নভেম্বর ২০২৪, ২১:২১
আপডেট  : ২১ নভেম্বর ২০২৪, ২১:২৩
চট্টগ্রামে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫
ছবি : যায়যায়দিন

চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের আবাসিক হল খোলাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এসময় আবাসিক হলের দরজা,জানালা ভাঙচুর এবং শিক্ষার্থীদের মারধর করা হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ৪টার দিকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

খুলশী থানার উপ-পরিদর্শক মো. ইমাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর হঠাৎ করে রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরা হামলা করেন। আমরা যতদূর জেনেছি, হলের সিট বরাদ্দকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে