হাবিপ্রবির ইইই ক্লাবের নেতৃত্বে লিমন-আতিক

প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ২০:৩৯

হাবিপ্রবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ‘ইইই ক্লাব অব এইচএসটিইউর’ নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে মো: হাসান মারুফ লিমন এবং সাধারণ সম্পাদক হিসেবে আতিক আহামেদ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড মো. জামিল সুলতান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, মো: আরাফাত আমিন রিয়াদ , মো: নাফিউল ইসলাম , জয় বনিক,সাংগঠনিক সম্পাদক সাইম মাহমুদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো: মাহফুজুল করিম,শান্তা রয় ,মো: স্বাধীন ।

কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল মাহমুদ , সহ-প্রচার সম্পাদক মো: মাহামুদুল ইসলাম , মোহাম্মদ রিফাত মাহারোফ,নাহিদ হাসান ,সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুজন চন্দ্র রয় , সহ-সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক স্বপ্ন চকদার,মো:জিহাদ হোসেন,মো: আহসান হাবিব নিশাদ কে মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র কার্যকরী সদস্য ১ জন সহ কার্যকরী সদস্য পদে ৯ জন নির্বাচিত হয়েছেন।

অনুভূতি জানতে চাইলে ইইই ক্লাবের নব নির্বাচিত সহসভাপতি মো হাসান মারুফ লিমন বলেন,ইইই ক্লাব সবসময়ই শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ এবং প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের লক্ষ্য হলো ইইই বিভাগের প্রতিটি শিক্ষার্থীকে এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা দেশের প্রযুক্তি খাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে পারে। ক্লাবের ঐতিহ্যবাহী আয়োজনগুলো বজায় রেখে জব ফেয়ার, ক্যারিয়ার মেলা এবং গবেষণামূলক কর্মশালার মতো নতুন উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ‘ইইই গ্র্যাজুয়েটস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠার কাজেও ইইই ক্লাব কার্যকর ভূমিকা পালন করবে। আমরা সবাই একসঙ্গে কাজ করে ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাব।

আর ক্লাব সম্পর্কে জানতে চাইলে সাধারণ সম্পাদক আতিক আহমেদ বলেন, ইইই ক্লাব অফ এইচএসটিইউ ইইই ডিপার্টমেন্ট এর শিক্ষকদের দ্বারা পরিচালিত ক্লাব। ক্লাবটি প্রযুক্তিগত সেমিনার, ওয়ার্কশপ প্রোজেক্ট সোকেইসিং, খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রোগ্রাম সহ সারা বছর ধরে বিভিন্ন ইভেন্ট এবং কর্মশালার আয়োজন করে। এই ক্রিয়াকলাপগুলি কেবল শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানই বাড়ায় না বরং তাদের দলগত কাজ এবং নেতৃত্বের মতো প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে। উপরন্তু, ক্লাব ছাত্রদের তাদের প্রতিভা এবং উদ্ভাবনী চিন্তাধারা প্রদর্শনের সুযোগ প্রদান করে গবেষণা প্রকল্প এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত করে।আমরা পূর্বের ধারা বজায় রেখে আরও সমুন্নত ভাবে ক্লাবটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।

যাযাদি/এআর