শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে রাবি ছাত্রশিবির সভাপতির ৩ প্রস্তাব
প্রকাশ | ২১ নভেম্বর ২০২৪, ১৮:১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের জন্য ৩টি প্রস্তাব দেন বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি আব্দুল মুহাইমিন। গত সোমবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রস্তাব দেন।
শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের এখনই উপযুক্ত সময় জানিয়ে শিবির সভাপতি বলেন, 'প্রথমত, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তার পাঠ্যক্রম ও শিখন পদ্ধতিকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহারে আরো উদ্ভাবনী পদ্ধতি এবং ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা উচিত। শিক্ষকরা যদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পান, তবে তারা শিক্ষার্থীদের জন্য আরও ভালো অভিজ্ঞতা তৈরি করতে পারবেন।'
'দ্বিতীয়ত, গবেষণা সেক্টর মজবুতীকরণ নিশ্চিত করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণার সেরা মান থাকা জরুরি এবং এজন্য গবেষণা বাজেট বৃদ্ধি, আধুনিক গবেষণাগার এবং সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করতে হবে। শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে অংশগ্রহণের সুযোগ তৈরি করা উচিত, যা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতিও মর্যাদা বাড়াবে।'
'তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করতে হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণীকক্ষ, গবেষণাগার, লাইব্রেরি, খেলার মাঠ এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা উচিত। ক্যাম্পাসের সুরক্ষা এবং পরিবেশগত দিকগুলোও উন্নত করতে হবে, যাতে শিক্ষার্থীরা একটি নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে পড়াশোনা করতে পারে।'
এছাড়া, শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এবং সহায়তা বৃদ্ধির মাধ্যমে তাদের জন্য শিক্ষার খরচ সহনীয় করাসহ শিক্ষা ক্ষেত্রে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং আর্থিক সহায়তা বৃদ্ধি করলে বিশ্ববিদ্যালয়ে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
যাযাদি/এআর