ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে র্যাগিংয়ে ঘটনায় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে ভুক্তভোগী ১২ শিক্ষার্থী পৃথকভাবে র্যাগিংয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযুক্তরা হলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফ শেখ, লিমন, কান্ত বড়ুয়া, সাব্বির, জিহাদ, শফিউল্লাহ, তরিকুল ও মুকুল এবং ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের সঞ্চয় বড়ুয়া।
অভিযোগপত্র সূত্রে, সোমবার রাতে লালন শাহ হলের গণরুমে ভুক্তভোগীদের নিয়ে পরিচয় পর্বের নামে র্যাগিং শুরু করে অভিযুক্তরা।
এছাড়াও কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ভুক্তভোগীদের র্যাগিং করে আসছিলেন তারা। এসময় ভুক্তভোগীদেরকে নীল সিনেমার তারকা সাজিয়ে অভিনয় করতে বাধ্য করা, অশ্লীল অঙ্গভঙ্গি, বিভিন্নভাবে হুমকি প্রদানসহ নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে অভিযুক্তরা।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। শনিবার ছাত্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে বসবো।’
যাযাদি/ এম