মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

দুই কমিশনের সদস্য হলেন জাবি অধ্যাপক ও শিক্ষার্থী

জাবি প্রতিনিধি
  ১৯ নভেম্বর ২০২৪, ১৬:৪৬
ছবি: যায়যায়দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম ‘স্থানীয় সরকার সংস্কার কমিশন’-এর সদস্য এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আবদুল্লাহ আল মামুন ‘গণমাধ্যম সংস্কার কমিশন’-এর শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সদস্য মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় 'স্থানীয় সরকার সংস্কার কমিশন’ ও ‘গণমাধ্যম সংস্কার কমিশন - এর সদস্য মনোনীত হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উপাচার্য বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী অন্তবর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আমি আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মো. আবদুল্লাহ আল মামুন তাঁদের স্ব স্ব ক্ষেত্রে জ্ঞান, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে সংস্কার কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। উপাচার্য আশা প্রকাশ করেন, সংস্কার কমিশনে তাঁদের ভূমিকা বৈষম্যমুক্ত, ন্যায়-নীতি এবং জনসাধারণের বহুল প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মো. আবদুল্লাহ আল মামুনের সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করি।

অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, " দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার বিষয়ে গবেষণা করছি। অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর একটি প্লাটফর্ম তৈরি হয়েছে। নিজের সর্বোচ্চটা দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চাই। আমাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য মনোনীত করায় সম্মানিত বোধ করছি। আমাকে মূল্যায়ন করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, স্থানীয় সরকারের সংস্কার এখন সময়ের দাবি। সকলের দোয়া ও সহযোগিতা চাই যেন আইনগত, কাঠামোগত ও কার্যগত সংস্কারের মাধ্যমে স্থানীয় সরকারে ইতিবাচক পরিবর্তন আনয়নে কাজ করতে পারি৷ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে স্থানীয় সরকারকে জনকল্যাণমুখী করে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন বলেন, "গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এই কমিশন কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা পেশায় আসার জন্য শিক্ষার্থীদের অনাগ্রহের কারণগুলো খুঁজে বের করা ও সংকট নিরসনের চেষ্টা করবো। শিক্ষার্থী এবং ক্যাম্পাস সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের মতামতগুলো পৌছে দেওয়া চেষ্টা করব।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে