মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

রাবির আইন ও মার্কেটিং বিভাগের ক্লাস বন্ধ ঘোষণা

রাবি প্রতিনিধি
  ১৮ নভেম্বর ২০২৪, ২২:২৬
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যকার আন্তঃবিভাগ ফুটবল খেলায় স্লেজিংকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষের ঘটনায় আইন বিভাগ এবং মার্কেটিং বিভাগের ক্লাস ১দিনের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর রাউন্ড-১৬ এ মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের খেলায় মার্কেটিং বিভাগ ১টি গোল হওয়ার এক পর্যায়ে উভয় পক্ষ একে-অপরকে 'ভুয়া' বলে শ্লোগান দিতে শুরু করলে বাকবিতণ্ডা বাধে। খেলা শেষে আইন বিভাগ আগে স্টেডিয়াম ত্যাগ করে। পরে মার্কেটিং বিভাগ বের হয়। কিন্তু স্টেডিয়াম গেটে ফের উভয় পক্ষের কিছু শিক্ষার্থী বাকবিতণ্ডায় জড়ায়।

দ্বিতীয় দফায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে ইট,পাটকেল ছোড়াছুড়ি হয় এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়ার হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে