রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ স্পিকিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী আতিক উল্লাহকে সভাপতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. রাফিউল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে ১৯ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটি অনুমোদন করেন ক্লাবের উপদেষ্টামণ্ডলী।
কমিটিতে আরো আছেন ভাইস প্রেসিডেন্ট সুমাইয়া আক্তার মেঘলা, জয়েন্ট সেক্রেটারি ফখরুল ইসলাম ও সীমা আক্তার, অর্গানাইজিং সেক্রেটারি মো. মেহেদী হাসান সৈকত রহমান, তানিয়া আক্তার শিফা ও রাসেল আহমেদ, কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ আজগর হোসেন।
পাবলিসিটি সেক্রেটারি আচওয়া আহমেদ আরিয়ান, সহকারী পাবলিসিটি সেক্রেটারি তাজিন রানা তুষার, অফিস সেক্রেটারি রেজানুর রহমান হৃদয়, সহকারী অফিস সেক্রেটারি হামিদা ইয়াসমিন সোনিয়া, ইসরাত কারিমা এবং মোহাম্মদ সাব্বির হোসেন, কালচারাল সেক্রেটারি ফাতেমাতুস সালমা, সহকারী কালচারাল সেক্রেটারি বেলি খাতুন এবং জেসমিন আক্তার।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেক্টরে ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয় লেভেলে প্রায় বিনাখরচে ইংরেজি শিক্ষার অন্যতম এক প্ল্যাটফরম হলো রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ স্পিকিং ক্লাব। আমি সবার সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারহাত তাসনিম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শফিকুজ্জামান জোয়ারদার, ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী গোলাম মোর্শেদসহ সংগঠনটির সদ্য সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক।
যাযাদি/এআর