রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

আন্তর্জাতিক মোবিলিটি প্রতিযোগিতার ফাইনালে লড়বে শাবির ‘সাস্ট অটোড্রাইভ’

শাবি প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ১৪:১৫
ছবি: যায়যায়দিন

রোমানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মোবিলিটি প্রতিযোগিতা ”বোশ মোবিলিটি চ্যালেঞ্জ-২০২৪” এর ফাইনাল আসরে লড়বে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী একমাত্র টিম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিম ”সাস্ট অটোড্রাইভ”।

গত শুক্রবার (১৫ অক্টোবর) ’বোশ মোবিলিটি চ্যালেঞ্জ-২০২৪’র ওয়েবসসাইটে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাস্ট অটোড্রাইভ টিমের সদস্য শাফি আব্দুল্লাহ বলেন, ”সাস্ট অটোড্রাইভ” হলো শাবির একদল শিক্ষার্থীদের টিম যারা স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি ও অটোনমাস যানবাহন নির্মাণে বিশেষভাবে আগ্রহী। ”বোশ মোবিলিটি চ্যালেঞ্জে” আমাদের টিম অভিনব আইডিয়া, ডিজাইন এবং পদ্ধতি দিয়ে বিচারকদের মন জয় করেছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল একটি যান তৈরি করা, যা সিস্টেমেটিকভাবে ট্রাফিক সিগন্যাল, রাস্তার অবস্থা এবং অন্যান্য যানবাহনের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ এবং দক্ষভাবে চলতে সক্ষম।

শাফি বলেন, এইযাত্রা আমাদের জন্য মোটেও সহজ ছিল না। ধারাবাহিকভাবে টেকনিক্যাল কোয়েশ্চেন ও কয়েকধাপের ইন্টারভিউয়ের পর আয়োজকরা আমাদেরকে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশগ্রহনের জন্য সিলেক্ট করে। এই ক্ষেত্রে আমাদের কোড এবং অন্যান্য সকল প্রযুক্তি টেস্টিং এর জন্য আয়োজকরা আমাদেরকে তাদের প্রতিষ্ঠান থেকে ১:১০ স্কেলের একটি গাড়ি পাঠিয়েছে। এই গাড়িই নিয়েই মুলত আমরা ফাইনাল রাউন্ডে, যেটা রোমানিয়ায় অনুষ্টিত হবে, সেখানে আমরা স্ব-শরীরে অংশগ্রহণ করবো।

উল্লেখ্য, ”বোশ মোবিলিটি চ্যালেঞ্জ” একটি বিশ্বব্যাপী প্রতিযোগিতা যা বৈশ্বিক মোবিলিটি উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের দক্ষতা প্রদর্শন এবং নতুন প্রযুক্তির প্রয়োগকে উৎসাহিত করতে কাজ করে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নতুন প্রজন্মের যানবাহন প্রযুক্তি, স্বয়ংক্রিয় ড্রাইভিং, এবং পরিবেশবান্ধব ট্রান্সপোর্ট সলিউশন নিয়ে কাজ করে। এর মূল লক্ষ্য হলো উদ্ভাবন, প্রযুক্তিগত দক্ষতা, এবং সমাজে কার্যকর পরিবর্তন আনা।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে