রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

ডুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাজীপুর প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ১০:০৫
ছবি: যায়যায়দিন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর ডুয়েট ডিবেটিং সোসাইটি (ডিডিএস) এর আয়োজনে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা বিপ্লবী বাংলা ২.০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান (১৬ নভেম্বর ২০২৪ খ্রি.) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। "বিপ্লবী জুলাই ; সংস্কার মিছিল/যুক্তিতে মুক্তি অশুভ নিখিল " শ্লোগানকে সামনে রেখে দুইদিন ব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের ২৪ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আরেফিন কাওসার। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, সুপ্রীম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান, লেখক, মোটিভেশনাল স্পীকার আল মামুন রাসেল এবং ডুয়েট ডিবেটিং সোসাইটির সাবেক সদস্য ও গ্লোবাল ইউথ পার্লামেন্টের এসএএআরসি রিজিয়নের ডেপুটি কোঅর্ডিনেটর, মোটিভেশনাল স্পিকার ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ। এছাড়াও জিও স্টীলের প্রতিনিধি বক্তব্য রাখেন।

এই আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশন চ্যাম্পিয়ন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি রানার আপ হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ডুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি মো. আব্দুল্লাহ আল কুরাইশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুয়েট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. মাসুম হোসেন ও ডুয়েট ডিবেটিং সোসাইটির অর্থ সম্পাদক মো. জামিল মাহমুদ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক মো. রায়হান মিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক বিতার্কিক, বিচারকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে