বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ছাত্রশিবির জামায়াতের অঙ্গসংগঠন না: জাহিদুল ইসলাম

যাযাদি ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৪, ১৬:৩৭
ছাত্রশিবির জামায়াতের অঙ্গসংগঠন না: জাহিদুল ইসলাম
ছবি : ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম জানিয়েছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জামায়াতে ইসলামের সাথে সাংগঠনিক সম্পর্ক নেই, তবে তাদের সাথে আমাদের আদর্শিক সম্পর্ক রয়েছে।’

শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে এসব কথা বলেন জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম আরো বলেন, ‘আমরা যে ইসলামী আদর্শ অনুসরণ করি, জামায়াতও সেই আদর্শে বিশ্বাসী। আমাদের উদ্দেশ্য এক, তবে আমাদের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালিত হয়।’

সেক্রেটারি জেনারেল আরো উল্লেখ করেন, ‘গত ১৫ বছরে ইসলামী ছাত্রশিবিরকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং সাধারণ শিক্ষার্থীরা সংগঠনটির প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেনি। আমরা কখনো কাউকে জোর করে ছাত্রশিবিরে যোগ দিতে বলি না। আমাদের মূল উদ্দেশ্য হলো, শিক্ষার্থীরা নীতি-নৈতিকতা, দেশপ্রেম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখুক।’

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে