শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

রাবি তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ অনুষ্ঠিত 

রাবি প্রতিনিধি
  ১৫ নভেম্বর ২০২৪, ২১:২৫
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের গ্যালারি কক্ষে এ অনুষ্ঠান হয়।

বাংলাদেশ তরুণ লেখক ফোরাম, রাবি শাখার সভাপতি জনাব ইমরান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

অনুষ্ঠানে নবীন সদস্যদের বরণের পাশাপাশি সেরা উদীয়মান লেখক, বর্ষসেরা লেখক ও পূর্বে অনলাইনে চলমান উন্মুক্ত সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এরপর শুরু হয় বক্তব্যপর্ব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "পত্রিকায় কলাম পাঠালে প্রকাশ হয়, আমারও হয়। কিন্তু ফোরামের সাথে যুক্ত থাকবো কেন? ফোরামের সাথে যুক্ত থাকলে এই কলামগুলোর পর্যালোচনা হয়। ত্রুটি বিচ্যুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। ভুলগুলো শুধরে লেখালেখিতে আরও উন্নতি করা যায়। এর পাশাপাশি সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি যোগাযোগের দক্ষতাও বৃদ্ধি পায়‌।"

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান মাহমুদ রানা বলেন, "আমরা সবাই ধীরে ধীরে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর দিকে চলে যাচ্ছি, প্রযুক্তির দিকে চলে যাচ্ছি। আমাদের যে মেধা, যে মনন এবং আমাদের যে চিন্তার জায়গা সেটি কিন্তু আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। তো বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা প্রযুক্তির প্রভাবকে এড়িয়ে কলাম লেখার মধ্য দিয়ে সত্যি কিন্তু মহৎ কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সংগঠন রয়েছে, এই সংগঠন কিন্তু সেসব সংগঠনের মতো কাজ করে না। কিন্তু এই সংগঠন মানুষের চিন্তার বিকাশের জন্য কাজ করে।"

আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মুহাম্মদ তোহা বলেন, "এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো সংগঠন আছে সবগুলোই কিন্তু সাময়িক, কোনো সংগঠনই আমাকে টেকসই করতে পারে না। টেকসই করতে পারে আমারই কলমের লেখা, কলমের সংগ্রাম, কলমের সাথে সংযুক্ত থাকা। সেজন্যই আমি মনে করি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা যে কাজটা করছে এটি চিরন্তন কাজ করছে, এটি টেকসই কাজ করছে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রসাশক ড. হাবিবুল ইসলাম, লেখক ফোরামের উপদেষ্টা চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান মাহমুদ রানা এবং আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সালেহ মুহাম্মদ তোহা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি অরাজনৈতিক, লেখালেখি-বিষয়ক সামাজিক সংগঠন। একটি কেন্দ্রীয় কমিটির আওতায় বর্তমানে সারা দেশে ১৮টি বিশ্ববিদ্যালয়সহ মোট ২০টি বিশ্ববিদ্যালয়ে ফোরামের সক্রিয় কার্যক্রম চলমান আছে।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে