'পোষ্য কোটা শিক্ষকদের জন্য অমর্যাদাকর'- রাবি উপ-উপাচার্য
প্রকাশ | ১৫ নভেম্বর ২০২৪, ১২:৩১
'পোষ্য কোটা শিক্ষকদের জন্য অমর্যাদাকর। আমাদের সন্তানদের জন্য আত্মমর্যাদার প্রশ্ন' বলে অবিলম্বে কোটা বন্ধের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা শিক্ষকদের জন্য অমর্যাদাকর। যদিও অধিকাংশ শিক্ষক এই কোটার সুযোগ গ্রহণ করেননা। এমনকি একজন শিক্ষকের সন্তান কোটায় ভালো সাবজেক্টে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি না হয়ে পরের বছর মেধার ভিত্তিতে অন্য সাবজেক্টে ভর্তি হন। আবার এটিও সত্য অনেক শিক্ষকের সন্তানের ভর্তির সুযোগ দিতে ন্যূনতম পাশ নম্বর কমাতে হয়েছে।
তিনি আরো বলেন, 'যে যুক্তিতে হয়তো একসময় এটি চালু হয়েছিল এখন আর সেগুলি প্রাসঙ্গিক নয়। তারপরেও কোটা এখন একটি কলঙ্কের নাম। এই কলঙ্ক শিক্ষক হিসেবে আমরা আর নিতে চাইনা। আমাদের সন্তানদের আত্মমর্যাদা আর বিনষ্ট হতে দিতে চাইনা অবিলম্বে কোটা বন্ধ হোক।'
উল্লেখ্য, ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার ভর্তি কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা বাতিল করলেও শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য রাখা হয়। আর পোষ্য কোটা বহাল রেখে ১% কমিয়ে ৩% রাখা হয়েছে।
অন্যদিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরের সামনে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী।
যাযাদি/ এস