শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

পবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স সেশন’ আয়োজিত

পবিপ্রবি প্রতিনিধি
  ১৪ নভেম্বর ২০২৪, ১৩:৪৮
ছবি: যায়যায়দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) এর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ক্যারিয়ার গাইডেন্স সেশন ও গ্রীন এন্ট্রোপ্রেনরশিপের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। একশন এইড বাংলাদেশ, এস্পায়ার টু ইনোভেট(A2I) এর কোলাবোরেশানে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তাকিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেসি অ্যান্ড ক্যাম্পেইনিং একশন এইডবিডি এর প্রোগ্রাম অফিসার ওবায়েদুল্লাহ আল ইমন, আইসিটি ডিভিশনের, এস্পায়ার টু ইনোভেট(a2i) এর ফিউচার স্কিল এবং এমপ্লয়মেন্ট এর কো-অর্ডিনেটর হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সুজাহাঙ্গীর কবির সরকার, ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগতম বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘অ্যান্টিবায়োটিক অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ক্ষতিকর দিকগুলো মাথায় রেখে কীভাবে সবুজ উদ্ভিদ দিয়ে রোগ নিরাময় করা যায়,তা নিয়ে আমাদের গবেষণা করতে হবে’। এক্ষেত্রে সবুজ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান বলেন,’আমাদের সবাইকে মানবিক উদ্দ্যোক্তা হতে হবে। মানুষের ক্ষতি হয়,এমন কোনো পণ্য বিক্রি করা যাবে না’।

অনুষ্ঠানটি ২ টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অতিথিগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে গ্রিন এন্টারপ্রেনারশিপ উপলক্ষে

কর্মশালায় অধ্যাপক ড. মো: তাকিবুর রহমান গ্রীন এন্ট্রোপ্রেনরশিপের উপর বিস্তারিত আলোচনা করেন। গ্রীন বিজনেস, গ্রীন বিজনেস মডেল, গ্রীন বিজনেস এক্সিকিউশন স্টাইল সহ গ্রীন এন্ট্রোপ্রেনরশিপ নিয়ে একটি সবার অংশগ্রহণপূর্ণ কর্মশালা পরিচালনা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে