বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

ঢাবির সিনেটে ‘আওয়ামী সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগানে উত্তাল

যাযাদি ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৪, ২৩:৫৬
ছবি-যায়যায়দিন

আওয়ামী সমর্থিত শিক্ষকদের নিয়ে সিন্ডিকেটের সভা ডাকায় এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ‘আওয়ামী সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান নিয়ে সিনেট ভবনে প্রবেশ করে শিক্ষার্থীদের একটি দল।

আওয়ামী সমর্থিত শিক্ষকদের নিয়ে সিন্ডিকেটের সভা ডাকায় এসময় তাদের নানা স্লোগান দিতেও দেখা গেছে। এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদেরও দেখা গেছে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়াসহ ৯ জন এখনো সিন্ডিকেট সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকের ভূমিকায় আছে। যে সিন্ডিকেট ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ, হল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফ্যাসিবাদী হাসিনার সহায়কের ভূমিকায় ছিল, সেই সিন্ডিকেট অবৈধ।

তারা আরও বলেন, আজকে সিনেটে অনুষ্ঠিত এই অবৈধ সিন্ডিকেটের সভায় বাধা দেয় ছাত্রদল, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট নানা ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। এই অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী পুনর্বাসন এবং সিদ্ধান্ত গ্রহণ মানেন না।

আবিদুল ইসলাম খান আবিদ নামে কর্মসূচিতে অংশ নেওয়া একজন বলেন, আওয়ামী সমর্থিত শিক্ষকদের রেখে গোপনে এই সিন্ডিকেটের সভা ডেকেছে প্রশাসন। বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা জানতে পেরে বিক্ষোভ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা বলেন, সিন্ডিকেটের সভা চলাকালীন সময়ে বাহিরে শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছে। তবে সিন্ডিকেটের সভায় এর কোনো প্রভাব পড়েনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে