চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী সেখ বশির উদ্দিনকে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার (১১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ সমাবেশ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
এর কিছুক্ষণ পর নিজের ফেসবুক প্রোফাইল লাল করেছেন হাসনাত আবদুল্লাহ। প্রোফাইলের লাল ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪শে জুলাই, ২০২৪।’
এর আগে চট্টগ্রামে তাওহীদি ছাত্র-জনতার ব্যানারে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে সভা হয়। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
যাযাদি/ এস