ঢাবিতে সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রকাশ | ১১ নভেম্বর ২০২৪, ১৯:৩৮

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ আজ  ১১ নভেম্বর ২০২৪ সোমবার শুরু হয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর  উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেরা শিল্পকর্মের জন্য ৫জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও চারুকলা  অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম শেখ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম, অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং বিভাগীয় চেয়ারম্যান  সহযোগী অধ্যাপক নাসিমুল খবির বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের  অভিনন্দন জানান। তিনি বলেন, শিল্পের নিজস্ব ভাষা রয়েছে, যা সমাজ পরিবর্তনের বার্তা বহন করে। তাই  শিল্পকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্ণার স্থাপন করা হবে উল্লেখ করে  তিনি বলেন, সেখানে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বিষয়ক শিল্পকর্ম স্থান পাবে। এই কর্ণারকে  সমৃদ্ধ করতে চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের পরামর্শ গ্রহণ করা হবে বলে উপাচার্য উল্লেখ করেন।

আগামী ১৭ নভেম্বর ২০২৪ রবিবার পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

যাযাদি/এসএস