গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এবং তাদের উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে সহায়তা করতে আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রিসার্চ ক্লাব। ক্লাবকে সুসংগঠিত করার লক্ষ্যে ২৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান সভাপতি এবং কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড.এ.কে.এম. আবদুল্লাহ আল-আমিনকে সদস্য সচিব মনোনীত হয়েছেন। শুক্রবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেনবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় র অধ্যাপক ড. মো. মাহবুব আলম, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন-২, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন, কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মো. সালাহ উদ্দীন পলাশ। এছাড়াও কমিটিতে ভেটেরিনারি অনুষদের রনি ইবনে মাসুদ এবং ফাহিম আহমেদ, কৃষি অনুষদের জান্নাতুল ফিজা, হাসান খান ও শারমিন ইসলাম লিমু, মাৎস্যবিজ্ঞান অনুষদের মোসাব্বির বিন আনোয়ার ও ফাহিম আহমেদ, পশুপালন অনুষদের শাকিব হোসাইন ও আফিফা আলম এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের মো. মাহির ফয়সাল শুভ, মাহমুদুল হাসান সোহাগ, আয়েশা ও নাসিমুজ্জামান সাব্বির কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
যাযাদি/এআর