জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হলেন ঢাবির অধ্যাপক জাফরুল আযম

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ২১:২৯

গাজীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।

গত বৃহস্পতিবার (০৭ নভেম্বর, ২০২৪) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ট্রেজারার নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৪ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, নবনিযুক্ত ট্রেজারার একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির নগর কার্যালয়ে যোগদান করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ নতুন ট্রেজারার—কে স্বাগত ও অভিনন্দন জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।  

 প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি এন্ড ক্যামিকেল বায়োলজি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি এবং কানাগাওয়া বিশ্ববিদ্যালয়ের মেটেরিয়াল এন্ড লাইফ কেমিস্ট্রি বিভাগ থেকে দুই বছরের পোস্ট—ডক্টরাল গবেষণা সাফল্যের সাথে সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে থেকে ইন্টারন্যাশনাল হেলথ ইকোনমিক্স বিষয়ে একটি শর্ট কোর্সও সম্পন্ন করেন। তার বর্ণাঢ্য শিক্ষা জীবনে তিনি দেশে—বিদেশে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন এবং দেশি—বিদেশি জার্নালে তার প্রকাশিত গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা অর্ধশতাধিক। 

যাযাদি/এআর