মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

পবিপ্রবির এম. কেরামত আলী হলে নবীন বরণ অনুষ্ঠিত 

পবিপ্রবি প্রতিনিধি
  ০৫ নভেম্বর ২০২৪, ১১:০৮
আপডেট  : ০৫ নভেম্বর ২০২৪, ১১:১০
ছবি: যায়যায়দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে ২০২৩-২৪ সেশন এর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী মারসিফুল আলম রিমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

বিশেষ অতিথি ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, এম.কেরামত আলী হলের সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. রফিক উদ্দিনসহ বিভিন্ন অনুষদের সিনিয়র শিক্ষার্থীরা। নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত হলের প্রভোস্ট ড. শেখ আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন হলো শিক্ষা ও নৈতিকতার সমন্বয় করে চলার ধাপ । এ সময়ে জীবনকে গোছালো, সুন্দর পরিপাটি, ও নৈতিক মূল্যবোধ দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে "

অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, "আমাদের এম.কেরামত আলী হল একটি পরিবার, এখানে বড়দের সম্মান এবং ছোটদের ভালোবাসার মাধ্যমে ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে