মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

যাযাদি ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২৪, ১৩:৫৪
ছবি : যায়যায়দিন

রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে সব ভবনে তালা দেওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আগেও আন্দোলন হয়েছে। তখন ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা করে। তখন বলা হয়েছিল, ‘সাত কলেজ আনহ্যাপি ম্যারেজ’। এরপর ছয় বছর পেরিয়ে গেলেও সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্ত করা হয়নি। এখন সাত কলেজ এ বিশ্ববিদ্যালয়ের বিষফোঁড়ায় পরিণত হয়েছে।

তারা বলেন, নতুন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্ষমতার অংশ। তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশা শিক্ষার্থীদের। সাত কলেজের শিক্ষার্থীরাও অধিভুক্তি বাতিল চান। তাহলে এটি বাস্তবায়নে বাধা কোথায়। সাত কলেজের দুই লাখ শিক্ষার্থীরা কার্যক্রম চালানোর সক্ষমতা নেই ঢাবির। যদি কারও বাণিজ্যিক চিন্তা থাকে, সেগুলো থেকে বেরিয়ে আসারও আহবান জানান শিক্ষার্থীরা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে