মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

১৬ বছর পর বেরোবির হলের মসজিদে মাইকে আজান

যাযাদি ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৪, ২৩:৩১
ছবি-যায়যায়দিন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মসজিদে রোববার (৩ নভেম্বর), প্রথমবারের মতো মাইক ব্যবহার করে আজান দেওয়া শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ১৬ বছর পর এটি একটি নতুন উদ্যোগ। বঙ্গবন্ধু হলের মসজিদে মাইক লাগানোর পর এশার আজান প্রথমবারের মতো মাইকের মাধ্যমে প্রচারিত হয়।

এর আগে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মাইকে আজান দেওয়ার সুযোগ ছিল না, বিশেষ করে স্বৈরাচারী সরকারের সময়ে। সেই সময় নামাজ আদায় করলে শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে চিহ্নিত করা হতো।

এখন, হলের শিক্ষার্থীরা এই পরিবর্তনে আনন্দ প্রকাশ করে জানিয়েছেন, “আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি।”

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আমির শরীফ বলেন, “এটি খুব প্রয়োজন ছিল এবং আমরা সবসময় ইতিবাচক কাজ করার চেষ্টা করবো। হলের পরিবেশ সুন্দর ও সাজানো গোছানো করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে