রাবিতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী পালিত

প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ১৪:৫৯

রাবি প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'ফুলকুঁড়ি আসর’ এর ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকাল ৯টায় 'ফুলকুঁড়ি আসর' এর রংধনু শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের এম. এ. ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের ইঞ্জিনিয়ার অনুষদের গ্যারালীতে এ অনুষ্ঠান হয়।

ফুলকুঁড়ি আসরের রংধনু শাখার উপদেষ্টা সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু-কল্যাণ পরিষদ, ফুলকুঁড়ি আসরের কাউন্সিলরের প্রধান পরিচালক 
সাইফুল ইসলাম।

রংধনু শাখার অগ্রপথিক সোহায়েল আহমেদ স্বাক্ষরের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ফুলকুঁড়ি আসর ৫০ বছর ধরে যে প্রতিবছর সংগঠনটি শিশুদের নিয়ে কাজ করছে আমার মনে হয় না এরকম আর কোনো সংগঠন বাংলাদেশে আছে যারা শিশু-কিশোরদের নিয়ে কাজ করে। ডেডিকেশন আছে বলে এ সংগঠনের সদস্য সংখ্যা লাখের উপরে।  

আমি যদি তোমাদের মতো সংগঠনে ছোটো বেলায় যুক্ত হতে পারতাম। তাহলে স্বাভাবিকভাবে আমার মায়ে একটুও কষ্ট হতো। কারণ আমি ছোটো বেলায় খুব দুষ্টুমি করতাম।

আমাদের দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের শিক্ষা অর্জন করতে হয় জানিয়ে তিনি বলেন, নিজেকে গড়া লক্ষ্য কি শুধু ভালোভাবে নিজের পড়ালেখা নয় নিজের গড়া জন্য তোমাদের নৈতিকতা বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া উচিত।
 
দেশে কয়েক কোটি শিশু আছে তারাও যদি এ সংগঠনে আসে তাহলে সবার জন্য ভালো হবে বলে মনে করেন উপস্থিত বক্তারা।  একই সাথে তাদের এ সাফল্য আমাদের দেশ ও বিশ্ব অনেক বড় অবদান রাখতে সক্ষম হবে বলেও আশা ব্যক্ত করেন তাঁরা। 

অনুষ্ঠানে মাইন্ড ম্যারাথন, সংগীত, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, কেরাত, গজল কেটারিতে ৪৭ শিশু-কিশোরকে পুরস্কার প্রদান করা হয়।

এসময় ফুলকুঁড়ি আসর রংধনু শাখার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ফুলকুঁড়ি আসর দেশ সেবায় ব্রত সদা সুন্দরের পতাকাবাহী শিশুকিশোরদের একটি সংগঠন। জ্ঞানের সাধনায় সদা তৎপর শিশুকিশোরদের এক সুশৃঙ্খল সমাবেশ। সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে শিশু-কিশোরদের এক সংঘবদ্ধ প্রচেষ্টা।

‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ আসর ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। কোমলমতি শিশু-কিশোরদের একতাবদ্ধ করে শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচীর মাধ্যমে চরিত্রবান এবং স্বাস্থ্যবানরূপে গড়ে তুলে দেশ ও দশের সেবা করাই ফুলকুঁড়ি আসরের উদ্দেশ্য।

যাযাদি/এআর