গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান যোগদান করেছেন।
গত বুধবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ভাইস-চ্যান্সেলর ও বেলা ২ টায় প্রো-ভাইস-চ্যান্সেলর আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
উভয় সময়ে সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্য ও প্রো-ভাইস-চ্যান্সেলরকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানায়।
যোগদানের পর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. শেখর তার কার্যালয়ে প্রথমে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনদের সঙ্গে মত বিনিময় করেন। পরে ধারাবাহিকভাবে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা করেন।
এ সময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা, প্রশাসনিক ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ করে তিনি শিক্ষার্থীদের বলেন, সবার সঙ্গে আলোচনা করে যতোটুকু জানতে পেরেছি, এই বিশ্ববিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত।
সেসব সমস্যা দূর করতে হলে দল-মত নির্বিশেষে সকল ভেদাভেদ, প্রতিহিংসা, দ্ব›দ্ব পরিহার করে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাই প্রধান চ্যালেঞ্জ।
এদিকে এদিন যোগদানের পর প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।
যাযাদি/এআর