শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজত জয়ন্তীর লোগো উন্মোচন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৬ অক্টোবর ২০২৪, ২০:২২
ছবি: যায়যায়দিন

উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের (প্রকাচৌক) রজত জয়ন্তী (সিলভার জুবিলি) অনুষ্ঠান উদযাপনের লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশনের কার্যক্রম উদ্বোধন হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মিলনাতায়নে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন।

এসময় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসানের সভাপতিত্বে ও অর্থ সচিব জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যক্ষ মো. কামাল উদ্দিন, সিনিয়র সহকারী অধ্যাপক শামসুন নাহার, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মুখপাত্র শহিদুল ইসলাম রয়েল, সদস্য সচিব মেহেদী হাসান রিজভী, ছাত্রী বিষয়ক সম্পাদিকা নাজমা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের ইংরেজী প্রভাষক আব্দুল কাদের,আইসিটি প্রভাষক ওমর ফারুকসহ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য, অভিভাবক সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা।

রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে রজত জয়ন্তী অনুষ্ঠানের লোগো ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের লোগো উন্মোচন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। লোগো দুটির ডিজাইন তৈরি করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ১৬তম ব্যাচের সাজিদ উল্যাহ।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসান জানান, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্র্থীরা ২৬ অক্টোবর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

এক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীরা ৬০০ টাকা, কাপল প্যাকেজ ১ হাজার টাকা, প্রাক্তন শিক্ষার্থীদের সন্তানদের ক্ষেত্রে ২০০ টাকা ৫ বছরের কম হলে রেজিস্ট্রেশন ফ্রি। নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে