জাবিতে 'কেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাই? সংকট ও সম্ভাবনা ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সাহিত্য পত্রিকা ছাড়পত্র এ সেমিনার আয়োজন করে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের গ্যালারিতে এ সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ।
তিনি বলেন, 'নব্যউদারনীতি'র আগ্রাসনে শিক্ষার উপর প্রতিনিয়ত বেসরকারিকরণ ও বাণিজ্যিকিকীকরণ বাড়ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ওয়ার্ল্ড ব্যাংকসহ বিভিন্ন সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠানের প্রজেক্ট যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন ও স্বাধীন গবেষণাকে খর্ব করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপরিকল্পিত উন্নয়ন নতুন জ্ঞান উৎপাদনের পথকে রুদ্ধ করবে। তাই আমাদের পরিকল্পনা নিয়ে উন্নয়নের দিকে আগাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হলো বাজারের উপযোগী হয়ে ওঠা। ১৪০০ কোটি টাকা বরাদ্দ পেলাম, আর যত্রতত্র বিল্ডিং তৈরি করলেই উন্নয়ন হয় না। একইসাথে পরিবেশ ধ্বংস করেও উন্নয়ন সম্ভব না। লিখিত এবং বিভাগ ভিত্তিক পরীক্ষা জরুরি। কারণ ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই সঠিক হয় না।
এছাড়াও সেমিনারে আরও বক্তব্য রাখেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: জামাল উদ্দিন রুনু, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তসলিমা সুলতানা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ নিজার আলম, ছাড়পত্রের উপদেষ্টা রফিকুজ্জামান ফরিদ প্রমুখ। এর আগে আলোচনার শুরুতে ২৪'র গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। তারপর ছাড়পত্র সাহিত্য পত্রিকা 'র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ধারণাপত্র পাঠ করা হয়।
উল্লেখ্য, ছাড়পত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী। এটি ২০২৩ সালের ১৭ ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
যাযাদি/ এস