শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

পাঁচ শর্ত : বশেমুরকৃবি’তে প্রো-ভিসি নিয়োগ

গাজীপুর প্রতিনিধি
  ২২ অক্টোবর ২০২৪, ১৭:৫৮
আপডেট  : ২৭ অক্টোবর ২০২৪, ১০:০৩
ছবি : যায়যায়দিন

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. এম ময়নুল হককে প্রোভিসি নিয়োগ করা হয়েছে।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮এর ১২(১) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।

১৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা: রোখছানা বেগম স্বাক্ষরিত এক পত্রে ওই তথ্য জানানো হয়েছে। তবে এ ক্ষেত্রে ৫টি শর্ত দেয়া হয়েছে।

শর্তগুলো হলো..........

ক) প্রোভিসি পদে তার মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর।

খ) প্রোভিসি’র পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমান বেতন-ভাতাদি পাবেন।

গ) তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এক সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং

ঙ) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে