ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে শাবিতে মশাল মিছিল

প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০৯:১৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৪৫

শাবি প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) রাত দশটা পনেরো মিনিটে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গোলচত্বরে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তারা ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানায়। বক্তার বলেন, চাঁদাবাজি, মাদকসাম্রাজ্য গড়ে তুলা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ছাত্রলীগ এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করেছে। এসময় শিক্ষার্থীরা রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবিও জানায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক শাবি শিক্ষার্থী ফয়সাল হোসাইন বলেন, ছাত্রলীগ স্বৈরাচারী হাসিনার শাসনামলে দেশের প্রতিটি যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনেও ছাত্রলীগ পৈশাচিকভাবে শিক্ষার্থীর্দে উপর হামলা করেছে। তাই আমাদের দাবি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সিলেটের সম্বনয়ক গোলাম মুর্তুজা, শাবি শিক্ষার্থী মো. হাফিজুল ইসলাম ও অন্যান্যরা।

যাযাদি/ এসএম