কাল শিবিরসহ রাবি ১০ ছাত্র সংগঠনের সাথে উপাচার্যের মতবিনিময়
প্রকাশ | ২০ অক্টোবর ২০২৪, ২৩:০৫
আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বিষয়ে সক্রিয় সব রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এই সভায় ইসলামি ছাত্রশিবিরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
২১ অক্টোবর (সোমবার) দুপুর সাড়ে ১২ টায় সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে এ মতবিনিময় সভায় হবে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম।
এর আগে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সকল রাজনৈতিক ছাত্র সংগঠন নিজ নিজ সংগঠনের প্যাডে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক/ আহ্বায়ক ও সদস্য-সচিবসহ সর্বোচ্চ পাঁচজনের নাম, মোবাইল নম্বরসহ তালিকা ছাত্র-উপদেষ্টা দপ্তরে জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়।
ইতিমধ্যে প্রশাসনের কাছে ১০টি মতো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনগুলো তাদের প্রতিনিধি দল যোগাযোগ করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম। তিনি আরো বলেন, বাকি সংগঠনরা কালকে সকালের মধ্যে আমাদেরকে তালিকা দিবে।
উল্লেখ্য, এর আগে গত ৯ অক্টোবর রাকসু নির্বাচন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যাযাদি/ এস