জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে সারাদেশে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমা কাজ করছে তার থেকে পরিত্রাণের জন্য কর্মশালা শুরু করা হয়েছে।
উপাচার্য বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মানসিক সমস্যা দূর করে মানসিক সচেতনতা বৃদ্ধি করা। আমরা সারাদেশের আঞ্চলিক ও জেলা পর্যায়ের অধিভূক্ত কলেজের শিক্ষার্থীদের নিয়েও এই ধরণের কর্মশালা করার চেষ্টা করবো।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের নিয়ে রোববার সিলেট সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে “ট্রেনিং ফর স্টুডেন্ট অন মেন্টাল হেলথ” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজসমূহের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা আমরা অতিসত্বর দূর করার চেষ্টা করবো।”
এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান এবং সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরী। কর্মশালার সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) সালমা পারভীন।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রফেসর কামাল ইউ এ চৌধুরী কোর্স কো-অর্ডিনেটর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর রোবায়েত ফেরদৌস সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রফেসর ড. মো: কামরুজ্জামান মজুমদার, সহকারী অধ্যাপক জোবেদা খাতুন এবং প্রভাষক লিজা আক্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে লেকচার প্রদান করেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান ও অধ্যক্ষ প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, এই কর্মশালায় সিলেটের ৪টি কলেজের ১৬০ জন শিক্ষার্থী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করেন।
যাযাদি/ এম