শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

গণরুম বিলুপ্ত, ইতিহাস সৃষ্টি করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি
  ২০ অক্টোবর ২০২৪, ১২:৩১
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থীরা সকলেই নিজ নিজ আবাসিক হলের সিটে উঠেছেন। এতে পুর্ণাঙ্গ আবাসিক রূপ ফিরে পেলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে দীর্ঘদিন সিট সংকটের কারণে বরাদ্দকৃত হলে উঠতে পারতেন না শিক্ষার্থীরা। এবার সেই সংকট কাটিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে আবাসিক সিট নিশ্চিত করেছেন জাবি প্রশাসন।

আজ (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) ক্লাস। সেই উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল শিক্ষার্থীদের আবাসিক হলে সিট নিশ্চিত করা।

অন্যদিকে গণরুম বিলুপ্ত করে ইতিহাস সৃষ্টি করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

তবে বিগত বছরগুলোতে যারা প্রথম বর্ষে ভর্তি হতেন তাদের হলে নিজের সিট পাওয়া ছিল প্রায় অসম্ভব। বাধ্য হয়ে থাকতে হতো গণরুমে। যেখানে চারজনের একরুমে চৌদ্দ-পনেরো জনকে গাদাগাদি করে থাকতো হতো। মূলত বিশ্ববিদ্যালয়ের লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই কৃত্রিম সিট সংকট সৃষ্টি করতেন। একাই একরুমে থাকতেন নেতারা। ফলে বৈধ শিক্ষার্থীরা তাদের সিট থেকে বঞ্চিত হতেন। সেই সংকট কাটিয়ে উঠতে পেরেছেন নতুন প্রশাসন। এছাড়া জাবির নতুন ছয়টি হল চালু হওয়ার ফলে এ সিট সংকট কমে এসেছে।

৫৩ তম আবর্তনের শিক্ষার্থী তাসরীফ বলেন, আজকে আমার অনেক ভালো লাগছে। আমাদের হল প্রোভোস্ট স্যার এবং সিনিয়ার ভাইরা আমাদেরকে ফুল দিয়ে বরণ করেছে যেটা আমরা ভাবিনি। সবাইকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর আয়োজন করার জন্য।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে আমরা বিভিন্ন দায়িত্ব পেয়েছি। তাদের জন্য শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এরই মধ্যে গণরুম বিলুপ্ত করে র‌্যাগিং ও মাদক নির্মূলে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এর ধারাবাহিকতা বজায় থাকবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে শ্রেণি কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গত ২২-২৯ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দীর্ঘ সাত মাস পর এবার ক্লাস শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে